ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
নোয়াখালীতে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

নোয়াখালী: নোয়াখালীর জেলা সদরে ট্রাকচাপায় আব্দুর রহমান (৪০) নামে সিএনজি চালিত অটোরিকশার এক চালক  নিহত হয়েছেন।

শনিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে জেলার চৌমুহনী-মাইজদী সড়কের মাইজদী বাজারের ওয়ালটন শো রুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুর রহমান সদর উপজেলার চন্দ্রপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে মাইজদী বাজার থেকে সোনাপুরগামী মালবাহী একটি কাভার্ডভ্যান মাইজদী বাজারের ওয়ালটন শো রুমের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাচালক গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক ও অটোরিকশা ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। তবে এসময় ট্রাক চালক পালিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।