নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় দুই পথচারী নারী নিহত হয়েছেন।
শনিবার (২৮ আগস্ট) উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সোনারগাঁয়ের মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের আব্দুল বারেকের স্ত্রী আমেনা (৫০) ও একই গ্রামের ফজলুল হকের স্ত্রী নুরজাহান বেগম (৫২)। স্থানীয় নববধূ সিনথিয়ার সঙ্গে দেখা করতে এসেছিলেন তারা। সম্পর্কে তারা সিনথিয়ার নানী ও দাদী।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সকালে অজ্ঞাত একটি গাড়ির চাপায় দুজন নারী নিহত হওয়ার খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে। গাড়িটি ও তার চালকের খোঁজ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
আরএ