ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

মিরপুরে পিকআপভ্যানের ধাক্কায় শিশু নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
মিরপুরে পিকআপভ্যানের ধাক্কায় শিশু নিহত

ঢাকা: রাজধানীর মিরপুরে পিকআপভ্যানের ধাক্কায় সায়েম (২) নামে একটি শিশু নিহত হয়েছে।
 

শনিবার (২৮ আগস্ট) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



নিহত শিশুর বাবা মো. হীরা জানান, তিনি একজন রিকশাচালক। স্ত্রী রোজিনা আক্তার ও দুই সন্তান নিয়ে মিরপুর-১১ নম্বর এলাকার ১৩ নম্বর রোডের আদর্শনগরে থাকেন। তাদের বড় ছেলের নাম সিয়াম (৮)। সকালে ওই এলাকার গলির মুখের সড়কের পাশে দাঁড়িয়ে ছিল তার ছোট ছেলে সায়েম। আগে থেকে একটি পিকআপভ্যান ওইখানে থামানো ছিল। হঠাৎ গাড়িটি চলতে শুরু করলে সামনের অংশের সঙ্গে ধাক্কা লাগে সায়েমের। এতে সায়েম গুরুতর হয়। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সকাল ৯টার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাটি যেহেতু পল্লবী এলাকার, তাই সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। শিশুটির বাবা জানিয়েছেন, তার ছেলেকে ধাক্কা দেওয়া গাড়িটি স্থানীয়রা জব্দ করেছেন। তবে, সেটির চালক পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।