ব্রাহ্মণবাড়িয়া: গৃহবধূ অঞ্জনা বিশ্বাস। দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আদমপুর গ্রাম থেকে যাত্রীবাহী নৌকায় করে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি জেলা শহরের গোকর্ণ এলাকায় আসছিল।
অতিরিক্ত যাত্রী নিয়ে বিজয়নগরের চম্পকনগর ঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে আসার পথেই লইসকা বিলে বালুবাহী ট্রলারের সঙ্গে সংঘর্ষ হলে ডুবে যায় নৌকাটি। এতে মৃত্যু হয় মা ও মেয়ের। এ সময় সাঁতরে বেঁচে যায় নিহত অঞ্জনার ছেলে সৌরভ বিশ্বাস (১৬) ও অপর মেয়ে সৌরভী।
হাসপাতালের গেটে কথা হয় নিহত অঞ্জনা বিশ্বাসের ননদ লক্ষীরানীর সঙ্গে। তিনি বলেন, ছোট ভাই প্রবাসে চলে যাবে বলে ৬/৭ মাস পড়ে বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছিল অঞ্জনা। নৌকায় থাকা অবস্থায় কয়েকবার বাড়িতে ফোনও দিয়েছিল। নৌকাটি ডুবে যাওয়ার পর ফোন দিয়ে অঞ্জনার ছেলে সৌরভ বলে তাদের নৌকা ডুবে গেছে। মা আর ছোট বোনকে খুঁজে পাচ্ছে না বলে কান্নাকাটি শুরু করে। আমরা খবর পেয়ে হাসপাতালে এসে তাদের মরদেহ শনাক্ত করি।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
আরএ