ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ঢামেকে পিলখানা হত্যা মামলার আসামির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
ঢামেকে পিলখানা হত্যা মামলার আসামির মৃত্যু

ঢাকা: আলোচিত পিলখানা হত্যা মামলার আসামি গোলজার হোসেন (৬০) মারা গেছেন।

শনিবার (২৮ আগস্ট) সকালে অচেতন অবস্থায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেছেন।

গোলজার হোসেনের বিডিআর সদস্য ছিলেন। তার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ীর নুরপুর গ্রামে। তার বাবার নাম বয়ান শেখ।  

জেলার মাহবুবুল ইসলাম বলেন, কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য গোলজার হোসেনকে ঢামেকে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময় ১৩১০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।