ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

মারা গেছে উভয় লিঙ্গ নিয়ে জন্ম নেওয়া সেই শিশুটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
মারা গেছে উভয় লিঙ্গ নিয়ে জন্ম নেওয়া সেই শিশুটি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ছেলে ও মেয়ের উভয় লিঙ্গ নিয়ে জন্ম নেওয়া শিশুটি অবশেষে মারা গেছে।  

শনিবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে শিশুটি মারা গেছে বলে নিশ্চিত করেছে মহানন্দা ক্লিনিক কর্তৃপক্ষ।

 
 
জন্ম নেওয়া শিশুটির মাথার অর্ধেক অংশ ছিল না, এমনকি মগজও ছিল পৃথক একটি থলিতে। শুক্রবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে এই শিশুর জন্ম হয় জেলার গোমস্তাপুর উপজেলার মহানন্দা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। তবে মেডিসিন বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনা খুবই বিরল।  

জানা যায়, গোমস্তাপুর উপজেলার বালুগ্রাম দক্ষিণটোলা গ্রামের ভ্যানচালক নাসির হোসেনের স্ত্রী জিন্নাতুন খাতুন প্রসব বেদনা নিয়ে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মহানন্দা ক্লিনিকে ভর্তি হন। ডেলিভারি ডেট পার হয়ে যাওয়ায় তার সিজারিয়ার অপারেশন করা হয়। এসময় দেখা যায় ছেলে ও মেয়ের উভয় লিঙ্গ নিয়ে জন্ম নিয়েছে শিশুটি। শুধু তাই নয় শিশুটির মাথার অর্ধেক অংশ নেই, এমনকি মগজও রয়েছে পৃথকভাবে একটি থলিতে। সিজারে অংশ নেওয়া নার্স ফাতেমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।  

এদিকে শনিবার বেলা ১১টার দিকে শিশুটি মারা গেছে বলে জানা গেছে। এ বিষয়ে জেলা বিএমএর সাধারণ সম্পাদক মেডিসিন বিশেষজ্ঞ ডা. গোলাম রাব্বানী বলেন, এমন ঘটনা খুবই বিরল। উভয় লিঙ্গ নিয়ে জন্ম নেওয়ার ঘটনা চিকিৎসা বিজ্ঞানে একেবারেই অদ্ভূত।  

** উভয় লিঙ্গ নিয়ে অদ্ভূত শিশুর জন্ম!

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।