ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

সেতুর সংযোগ সড়ক ভেঙে ভোগান্তিতে হাজারো মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
সেতুর সংযোগ সড়ক ভেঙে ভোগান্তিতে হাজারো মানুষ ভেঙে গেছে সেতুর সংযোগ সড়ক। ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: অতিবৃষ্টি ও পানির চাপে পঞ্চগড়ের সুগার মিল থেকে মাড়েয়া হয়ে দেবীগঞ্জ উপজেলা সড়কের মানিকপীর এলাকায় সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় পথচারীসহ যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

 

শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে জেলার বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের মানিকপীর ভক্তেরবাড়ি এলাকায় ভক্তেরবাড়ি সেতুর উত্তর পাশের এই সংযোগ সড়ক ভেঙে যায়। এছাড়া দক্ষিণ পাশের সংযোগ সড়কটিও ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে।  

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির কারণে ওই এলাকার নিম্নাঞ্চল তলিয়ে যায়। অতিরিক্ত বর্ষণে পানির স্রোত বেশি হওয়ায় হঠাৎ করে শুক্রবার বিকেলে ভক্তেরবাড়ি সেতুর সংযোগ সড়ক ভেঙে যায়। সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় পঞ্চগড় সদর, বোদা ও দেবীগঞ্জসহ তিন উপজেলার ৫টি ইউনিয়নের বাসিন্দা ছাড়াও জেলা শহর থেকে দেবীগঞ্জ উপজেলা সদরে যাতায়াত বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন চলাচলকারীরা। তাদের এখন দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ অপরিকল্পিতভাবে সেতু নির্মাণ ও নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ করায় পানির স্বাভাবিক প্রবাহ প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় সংযোগ সড়কটি ভেঙে গেছে।  

গড়ের ডাঙ্গা এলাকার বাসিন্দা রহিমদ্দীন বাংলানিউজকে বলেন, সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় আমরা এখন আর চলাচল করতে পারছি না। ফলে কয়েক কিলোমিটার ঘুরে আমাদের চলাচল করতে হচ্ছে।  

একই এলাকার হাসানুজ্জামান বাংলানিউজকে বলেন, আমরা প্রতিদিন ওই সড়ক দিয়ে যাতায়াত করি কিন্তু হঠাৎ করে সেতু ও সড়ক ভেঙে যাওয়ায় আমরা হাজার হাজার মানুষ বিপদে পড়েছি। এ পথে চলাচল করতে না পারায় ভোগান্তিতে পড়েছি। রাস্তাটি যদি ভালো সামগ্রী দিয়ে নির্মাণ করা হতো তাহলে এমন ভাঙন দেখা দিতো না। আমরা সমস্যাটি সমাধানে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।  

এ বিষয়ে বেংহারি বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, পানির অতিরিক্ত স্রোতের কারণে সেতুর দক্ষিণ পাশের একটি অংশ ও সংযোগ সড়ক ভেঙে গেছে। আমি ঘটনাস্থলে গিয়ে সড়ক জনপথ দপ্তরকে জানিয়েছি। পরে জেলা প্রশাসক, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

পঞ্চগড় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, সেতুর উত্তর পাশে ১৮ ফুট সংযোগ সড়ক ভেঙে গেছে। সেতুর দক্ষিণ পাশে সংযোগ সড়কও ভাঙতে শুরু করেছে। গত ২০০৯-১০ অর্থ বছরে মানিকপীর ভক্তের বাড়ি সেতুর নির্মাণকাজ করা হয়েছিল। গত অর্থবছরেও ২ কোটি টাকা ব্যয়ে সড়কটির ১১ কিলোমিটার সংস্কার কাজ করা হয়েছে। তবে এ ঘটনায় আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি।

পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পাওয়া মাত্রই আমি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আপাতত চলাচলের জন্য সেখানে বেইলি সেতু নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।