ঢাকা: রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি বাসার গেট খোলাকে কেন্দ্র করে ইটের আঘাতে কামরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দিনগত রাতে এ ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার (ওসি-তদন্ত) মো. সালাউদ্দিন ফারুক বাংলানিউজকে বলেন, শুক্রবার দিনগত রাতে বাসার গেট খোলাকে কেন্দ্র করে কামরুলের সঙ্গে একই ভবনের জিকুর বাগ-বিতণ্ডা হয়। একপর্যায়ে জিকু ক্ষিপ্ত হয়ে বৃদ্ধের মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে বৃদ্ধ আহত হন। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে বেটার লাইফ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
এজেডএস/এএটি