ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বান্দরবানে সাংবাদিকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
বান্দরবানে সাংবাদিকদের মানববন্ধন

বান্দরবান: ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের চার সম্পাদক, বিএমএফ’র সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন, বিএফইউজে’র সহ-সভাপতি রিয়াজ হায়দারসহ ১১ জনের বিরুদ্ধে হুইপ শামসুল হক চৌধুরীর দায়ের করা ৫০০ কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহার দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বান্দরবান সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য কৌশিক দাশের সঞ্চালনায় বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বান্দরবান সাংবাদিক ইউনিয়নের সভাপতি আল ফয়সাল বিকাশ, সাধারণ সম্পাদক মংসানু মারমা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সারাদেশে বিভিন্নভাবে সাংবাদিকদের ওপর হামলা ও মিথ্য মামলার প্রতিবাদ জানান এবং সুষ্ঠু ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সহযোগিতার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।  

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।