ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লইসকার বিলে যাত্রীবাহী নৌকার সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষে ২২ জন নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।
শনিবার (২৮ আগস্ট) দুপুরে সেলিম মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে সাত জনের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করেন।
আসামিদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। এরা হলেন- জমির মিয়া (৩৩) মো. রাসেল (২২) খোকন মিয়া (২২) মো. সোলায়মান (৬৪), মিস্টু মিয়া (৬৭)। এর মধ্যে প্রথম তিনজনকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, নৌকাডুবির ঘটনায় একজন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এর মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
আরএ