ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ প্রতীকী ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে ইউনুছ মিয়া (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন।

শনিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টা দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ইউনুছ ওই উপজেলার দক্ষিণ পুকড়া গ্রামের মাজেদ আলীর ছেলে। আহতদের নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পুকড়া গ্রামে একটি সমবায় সমিতির বৈঠক চলছিল। সেখানে মাজেদ আলী ও মন্নর মিয়ার পক্ষ নিয়ে দু’দলের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দু’পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে কয়েকজন আহত হন। এদের মধ্যে ইউনুছকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে পুলিশ। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর দেড়টার দিকে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে উপস্থিত ছিলেন।

বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।