ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

চরভদ্রাসনে তীব্র নদী ভাঙন, গৃহহীন ৫০ পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
চরভদ্রাসনে তীব্র নদী ভাঙন, গৃহহীন ৫০ পরিবার

ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হরিরামপুর ইউনিয়নের সবুল্লা শিকদারদের ডাঙ্গীর পদ্মার পাড় এলাকায় চলছে তীব্র নদী ভাঙন। ফলে প্রতিদিন নতুন নতুন বাড়িঘর ভেঙে পদ্মার বুকে বিলীন হয়ে যাচ্ছে।

তবে এ নিয়ে সংশ্লিষ্ট কারো কোনো মাথা ব্যথা নেই বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ৪২টি পরিবার।

গত ৪৮ ঘণ্টায় কমপক্ষে ১০টি বাড়ি ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ৫০টি পরিবার ভিটে-মাটি গাছপালা সব কিছু হারিয়ে সর্বশান্ত হয়ে গেছে। এছাড়া নদী ভাঙনে কষ্টে আছেন তাদের গবাদিপশু গুলো নিয়ে।

বাড়ি-ঘর হারিয়ে ওই পরিবারগুলো গাছতলায় আশ্রয় নিয়েছেন। অপরদিকে, গবাদি পশুগুলো  খাদ্যের অভাবে ভুগছে। অনেকের হাঁস-মুরগি, গরু বাছুর রাখার জায়গাটুকুও নেই।

এছাড়া টানা বর্ষণে ব্যবহারকৃত কাপড় সব ভিজে প্রত্যেক পরিবারের এক থেকে দু’জন সর্দি কাশি ও জ্বরে ভুগছে। ভিটে মাটি হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা।

ফরিদপুরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১

এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।