ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

'শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মেধাবীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে'

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
'শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মেধাবীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে' ছবি: জি এম মুজিবুর

ঢাকা: করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মেধাবী ছাত্র ও শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ।

শনিবার (২৮ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার কনফারেন্স রুমে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘বাঙালির হৃদয়ের শ্লেটে বঙ্গবন্ধু অমর ও অবিনশ্বর’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

 

অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)।

ড. আব্দুস শহীদ বলেন, শিক্ষাকে জাতীয়করণের পক্ষে বিপক্ষে যুক্তি থাকবে। এক্ষেত্রে শিক্ষকরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে তাদের যৌক্তিক দাবিগুলো আদায় সম্ভব।  

তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থাকে আরও সহজ করতে হবে। মানসম্মত শিক্ষাব্যবস্থা আপনাদেরই নিশ্চিত করতে হবে।

বাশিস সভাপতি নজরুল ইসলাম রনির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মুহাম্মদ আজিজুল ইসলাম, অধ্যাপক মজিবুর রহমান ও মো. আতিকুর রহমান তালুকদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।