ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

জলবায়ু পরিবর্তনের কারণে নদীতে ইলিশের আগমন কম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
জলবায়ু পরিবর্তনের কারণে নদীতে ইলিশের আগমন কম

ব‌রিশাল: জলবায়ু পরিবর্তনের কারণে চলতি বছর বরিশালের নদ-নদীতে ইলিশের আগমন কিছুটা কম দেখা যাচ্ছে। নদীর নাব্যতাও এর জন্য অনেকাংশে দায়ী।

তবে কিছুদিনের মধ্যেই নদীতে পর্যাপ্ত ইলিশ পাওয়া যাবে।

শনিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় সরকারি বিভাগের উপ-পরিচালক মো. শাহিদুল ইসলাম এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বরিশাল মৎস্য অধিদফতরের সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত, সাসটেইনেবল উপ-পরিচালক কামরুল হাসান।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, শনিবার থেকে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ শুরু। ৩ সেপ্টেম্বর পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবে এটি। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে মাইকিং, ব্যানার, পোস্টার, ফেস্টুনসহ ব্যাপক প্রচারণা চালানো হবে।

মৎস্য সপ্তাহ চলাকালে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য চাষিদের সাথে মতবিনিময় সভা, মাছ চাষ বিষয়ক পরামর্শ দেওয়া ও মৎস্য চাষ অনুশীলন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।