ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়লো ব্লাক মার্লিন মাছ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়লো ব্লাক মার্লিন মাছ

পটুয়াখালী: পটুয়াখালীর মহিপুরের আনিস মাঝি নামে এক জেলের জালে ধরা পড়েছে ৪ মণ ওজনের একটি ব্লাক মার্লিন মাছ।

শুক্রবার (২৭ আগস্ট) রাতে গভীর বঙ্গোপসাগরে মাছটি ধরা পড়ে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে মাছটি মৎস্য বন্দর মহিপুরের টুস্টার ফিস গদিতে বিক্রির জন্য নিয়ে আসা হয়। মাছটি এক নজর দেখতে ভিড় জমায় স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা।

আনিস মাঝি বাংলানিউজকে বলেন, এ ধরনের মাছ জালে আগে কখনো ধরা পড়েনি। তাই এ মাছটির স্থানীয় নাম অনেকেরই জানা নেই। ১০ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের এ মাছটির ওজন বেশি হওয়ায় বন্দরে নিয়ে আসতে তাদের বেশ কষ্ট হয়েছে।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল্লাহ বাংলানিউজকে জানান, ব্লাক মার্লিন মাছ সাধারণত বাংলাদেশের সাগর কিংবা নদীতে বিচরণ করেনা। এ মাছ প্রশান্ত মহাসাগার ও ভারত মহাসাগরে কম সংখ্যক দেখা যায়। তবে বিদেশে এ মাছের চাহিদা রয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই জেলের জালে ১৫টি পাখি মাছ ধরা পড়ে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।