ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে পুকুরের পানিতে ডুবে তাইয়েবা (৫) ও রিমি আক্তার (৬) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে খালাতো বোন।
শনিবার (২৮ আগস্ট) দুপুরের দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অলহরী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- ওই গ্রামের বাসিন্দা মো. উজ্জল মিয়ার মেয়ে তাইয়েবা ও একই ইউনিয়নের বগার বাজার এলাকার রাকিবুল ইসলামের মেয়ে রিমি আক্তার।
জানা গেছে, রিমি তার পরিবারের সঙ্গে অলহরী গ্রামের খালার বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরের দিকে খালাতো বোন তাইয়েবার সঙ্গে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে যায় রিমি। একপর্যায়ে সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় দুই বোন। পরে তাদের দীর্ঘ সময় বাড়িতে না দেখে স্বজনরা খোঁজ শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরটি থেকে তাইয়েবা ও রিমিকে নিথরাবস্থায় উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
এসআরএস