ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, কর্তৃত্ববাদী পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রামের হাতিয়ার হিসেবে বঙ্গবন্ধু চিরায়ত বাঙালি জাতীয়তাবাদকে বেছে নিয়েছিলেন।
শনিবার (২৮ আগস্ট) ‘বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ: অ্যান এপিক অব এ নেশন্স ইমার্জেন্স অ্যান্ড এমানসিপেশন’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এ ওয়েবিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। ওয়েবিনারে সভাপতিত্ব করেন বিআইআইএসএস-এর চেয়ারম্যান রাষ্ট্রদূত এম ফজলুল করিম। স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল মো. এমদাদ উল বারী।
ওয়েবিনারে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. আতিউর রহমান।
ওয়েবিনারে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিআইআইএসএস প্রকাশিত বঙ্গবন্ধুর ওপরে লেখা ‘বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ: অ্যান এপিক অব এ নেশন্স এমার্জেন্স অ্যান্ড এমানসিপেশন’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির প্রাথমিক লক্ষ্য ছিল অধিকাংশ দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন, সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশটির জন্যে স্বীকৃতি আদায় করা এবং আন্তর্জাতিক সংস্থাসমূহের সদস্যপদ লাভ করা। বৃহৎ শক্তি সমূহের মধ্যে দ্বন্দ্ব থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব দিয়ে আন্তর্জাতিক সম্পর্ককে এমনভাবে পরিচালনা করেছেন, যা আজও বাংলাদেশের জন্যে দিক-নির্দেশনা হিসেবে কাজ করে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, বঙ্গবন্ধু শুধু এ দেশের স্বাধীনতা ও বন্দিদশা থেকে মুক্ত করার জন্যই কাজ করেননি, স্বাধীনতাত্তোর সময়ে এ দেশের মানুষের জন্যে মহামূল্যবান দিক-নির্দেশনা দিয়েছেন, তার আজন্মলালিত স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের জন্যে। বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রেই বঙ্গবন্ধু তার স্বীয় কর্মের স্বাক্ষর রেখে গেছেন।
ওয়েবিনারের উন্মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা, রাষ্ট্রদূত, সিনিয়র সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
টিআর/এমজেএফ