ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

যুক্তরাজ্যে প্রবেশে রেড অ্যালার্ট কেন: ড. মোমেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
যুক্তরাজ্যে প্রবেশে রেড অ্যালার্ট কেন: ড. মোমেন ড. মোমেন

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, যুক্তরাজ্যে প্রবেশে বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে যে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে, সে বিষয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করা হবে। শনিবার (২৮ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ -বিআইআইএসএস  মিলনায়তনে  এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ  তথ্য জানান।

বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ক এক সেমিনারের আয়োজন করে বিআইআইএসিএস। সেমিনার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে  ড. মোমেন বলেন, লন্ডন সফরকালে ব্রিটিশ ফরেন সেক্রেটারি ডমিনিক রাবের সঙ্গে আমার বৈঠক হবে। যুক্তরাজ্য আমাদের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে রেড অ্যালার্ট দিয়ে রেখেছে। বিষয়টি নিয়ে তার সঙ্গে আলোচনা করবো। আমাদের চেয়ে ভারতে করোনায় লোক মারা গেছে  বেশি।  তাদের কিন্তু রেড অ্যালার্ট দেওয়া হয়নি। কেউ কেউ বলেন,  এর কারণ তাদের হেলথ সেক্রেটারি পাকিস্তানি বংশোদ্ভূত।  

যুক্তরাজ্যের সরকারের সম্প্রতি প্রকাশ করা মানবাধিবার রিপোর্টের বিষয়ে আলোচনা করবেন কি-না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যুক্তরাজ্য সরকারের উচিত সঠিক তথ্য যাচাই বাছাই করে কোনো রিপোর্ট তৈরি করা। কিন্তু তারা মিডিয়ার ওপর ভর করে রিপোর্ট তৈরি করে। এটা গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, রোববার ( ২৯ আগস্ট) ইউরোপের তিন দেশ যুক্তরাজ্য , সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডস সফরে যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
টি আর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।