সুনামগঞ্জ: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় প্রতিপক্ষের হামলায় খুন হয়েছে দূর্জয় (৩) নামে একটি শিশু।
শনিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার চামারদানি ইউনিয়নের আবিদনগর নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের মো. সালেক মিয়ার সঙ্গে একই গ্রামের মো. জয়নাল মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শনিবার বিকেলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জয়নাল রামদা নিয়ে সালেকের বসতঘরে প্রবেশ করে হামলা চালান। এ সময় রামদার আঘাতে সালেকের ছেলে দূর্জয়ের মৃত্যু হয়।
এ বিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল দেব বাংলানিউজকে জানান, রামদায়ের আঘাতে শিশু খুনের ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
এসআরএস