সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বস্তাবন্দি গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ আগস্ট) বিকেলে আশুলিয়ার জামগড়া প্রাইমারি স্কুল রোড এলাকায় কাজী মার্কেটের চারতলা ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, বেশ কয়েকদিন ধরে ওই ভবনের তৃতীয় তলায় তালাবদ্ধ ১৭ নম্বর কক্ষ থেকে দুর্গন্ধ বের হওয়ায় ভাড়াটিয়ারা বাড়ির মালিককে বিষয়টি জানান। পরে মালিকপক্ষ বিষয়টি থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে কক্ষের বাথরুমের মধ্যে রাখা একটি ড্রামের ভেতরে থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করে।
আরও জানা গেছে, ওই কক্ষটি আনোয়ার নামে এক ব্যক্তি সাত-আট মাস আগে ভাড়া নেন। এর দু’তিন মাস আগে আনোয়ারের সঙ্গে আরও চারজন যুবক ওই কক্ষে থাকতে শুরু করেন। গত ১৪-১৫ দিন আগে ওই কক্ষ তালাবদ্ধ করে সবাই চলে যান। গত দু’তিন থেকে ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হতে থাকে। শনিবার বিকেলে কক্ষটি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাজী নাসের বাংলানিউজকে জানান, মরদেহ পচে যাওয়ায় নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আসছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
এসআরএস