দিনাজপুর: দিনাজপুর কান্তজীউ বিগ্রহ আনার পথে নদীতে নিখোঁজ হওয়া সুজন দেব শর্মা বুধুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৯ আগস্ট) নিখোঁজ হওয়ার ৪৪ ঘণ্টা পর পূণর্ভবা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, রোববার ভোর ৬টায় বিরল উপজেলার কান্দেপুর এলাকায় জেলেরা মাছ ধরতে গেলে নদীর ঘাটে একটি মরদেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করে। পরে বুধুর পরিবারকে খবর দিলে তারা মরদেহ শনাক্ত করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনয়নের সদস্য (মেম্বার) সুনিল দেব শর্মা।
নিহত সুজন দেব শর্মা কাহারোল উপজেলার ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনয়নের সুলতানপুর ভেন্ডাবাড়ী এলাকার বিনয় দেব শর্মার ছেলে।
এর আগে শুক্রবার (২৭ আগস্ট) ভদ্রবাজার এলাকায় ঢেপা নদীতে বিগ্রহকে প্রনাম করতে নেমে তলিয়ে যান সুজন দেব শর্মা বুধু।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
আরএ