ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বাস্তবায়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রোববার (২৯ আগস্ট) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশ নেন স্পিকার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ খাতে বিনিয়োগ বাড়ছে, তৈরি হচ্ছে কর্মসংস্থান। নারীর ক্ষমতায়ন ও নারীদের স্বাবলম্বী করার ক্ষেত্রেও ভূমিকা রাখছে এই খাত।
ড. শিরীন শারমিন আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কৃষি ও কৃষক বান্ধব। তিনি যে সোনার বাংলা গড়ে তুলতে চেয়েছিলেন তার জন্য কৃষির ওপর গুরুত্ব দিয়েছিলেন। এর অংশ হিসেবে বঙ্গবন্ধু মৎস্য চাষকে উৎসাহিত করেন। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে মৎস্য একটি সম্ভাবনাময় খাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে এ খাতের ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশে শতকরা ৬৬ শতাংশ মৎস্য উৎপাদন বেড়েছে। কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন, আর্থ-সামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন হচ্ছে। মৎস্য খাতের ওপর গুরুত্ব দেওয়ায় মানুষ বিভিন্নভাবে উপকৃত হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, আমরা দানা জাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, কিন্তু পুষ্টিতে পিছিয়ে আছি। এ কারণে আমাদের নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্টির ওপর গুরুত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন। আমাদের মাথাপিছু আয় ২২শ’ ডলার। এই আয়ে মানুষ পুষ্টিকর খাবার খেতে পারেন না। তাই মৎস্য খাতের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের দৃষ্টিদের আকর্ষণ করে কৃষিমন্ত্রী বলেন, মাছ ধরা বন্ধ রাখার সময় জেলেদের যে ৪০ কেজি করে চাল দেওয়া হয়, আমার কাছে তথ্য আছে সেটা অনেকের কাছে সঠিকভাবে পৌঁছায় না। এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
সভাপতির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, শুধু উন্নয়ন করলেই হবে না, টেকসই উন্নয়ন যাতে হয় সেজন্য সরকার কাজ করছে। এক সময় মাছ রপ্তানির ক্ষেত্রে কেউ কেউ কিছু রাসায়নিক ও আয়রনিক মেটাল যুক্ত করতো বলে অভিযোগ ছিল। মৎস্য রপ্তানিতে যাতে মান ঠিক থাকে সেজন্য আমরা আন্তর্জাতিক মানের ল্যাব স্থাপন করেছি। মৎস্য খাতে বিনিয়োগের সুযোগ দিয়ে বেকারত্ব দূর করা হচ্ছে। বর্তমানে মাছ রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। গ্রামে কর্মসংস্থান তৈরি হচ্ছে। এটা ভূমিকা রাখছে নারীর ক্ষমতায়নে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ।
শেষে স্পিকার জাতীয় সংসদ ভবনের লেকে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় সংসদের চিফ হুইপ নুর ই আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
এসকে/এসআরএস