সাতক্ষীরা: সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮০ ভরি ওজনের আটটি স্বর্ণের বারসহ বিল্লাল হোসেন (৩৭) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছার ভবানীপুর ঋষিপাড়া বেড়িবাঁধের ওপর থেকে তাকে আটক করা হয়।
আটক বিল্লাল হোসেন উত্তর তলুইগাছা গ্রামের মৃত আমির আলী সরদারের ছেলে।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির টহল কমান্ডার নায়েক আহসান হাবীব এর নেতৃত্বে একটি টহল দল সীমান্তের ভবানীপুর ঋষিপাড়া বেড়িবাঁধের ওপর অভিযান চালায়। এসময় কোমরে লুঙ্গির ভাঁজে জড়িয়ে রাখা ৮০ ভরি ওজনের আটটি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করা হয়। আটক স্বর্ণের মূল্য ৫৮ লাখ ৪০ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
আরএ