কুমিল্লা: কুমিল্লায় শ্রেষ্ঠ মৎস্য চাষির পুরস্কার পেয়েছেন তিনজন। রোববার (২৯ আগস্ট) কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তাদের এই সম্মাননা দেওয়া হয়।
তারা হলেন- মো. সামছুউদ্দিন কালু, মো. আলী আহম্মেদ মিয়াজী ও সারোয়ার আলম মজুমদার বাবুল।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর সমূহের ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এসময় কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম, কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফ উদ্দিনসহ অতিথিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
আরএ