ঢাকা: ডেঙ্গুর ভয়াবহ প্রকোপে আতঙ্কিত বাসিন্দারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে এডিস মশার লার্ভা উপহার দিতে আসেন। পুলিশ ও নগর ভবনের নিরাপত্তা রক্ষীদের তোড়জোড়ে দ্রুততম সময়ের মধ্যেই এডিসের লার্ভা ভর্তি কাঁচের পাত্র সড়কে রেখেই সরে পড়েন তারা।
রোববার (২৯ আগস্ট) দুপুরে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘বিক্ষুব্ধ পুরান ঢাকাবাসী’র ব্যানারে ১০ থেকে ১৫ জন নগর ভবনের সামনে এসে হাজির হন।
এ সময় একজনের হাতে কাঁচের পাত্রে এডিস মশার লার্ভা দেখা গেছে। তারা প্রতিবাদ স্বরূপ এ লার্ভা মেয়রকে উপহার দিতে আসেন।
তাদের দাবি, পুরান ঢাকার প্রতিটি ঘরে ঘরে ডেঙ্গুর ছড়াছড়ি। কিন্তু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রতিটি এলাকায় এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে। কিন্তু করপোরেশনের কোনও কর্মী কাজ করছে না। এ অবস্থায় বিক্ষুদ্ধ পুরান ঢাকার বাসিন্দারা মেয়রকে এডিসের লার্ভা উপহার দেওয়ার এ কর্মসূচির আয়োজন করে।
তারা বলছে, এটি একটি প্রতীকী কর্মসূচি। এর মাধ্যমে ডেঙ্গু বিষয়ক প্রতিবাদ জানাতে চাই।
প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া পুরান ঢাকার বংশালের বাসিন্দা আলাউদ্দিন বলেন, আমাদের পুরান ঢাকায় এডিস মশার বিস্তার লাভ করেছে। চারদিকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। যেখানে সিটি করপোরেশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই আমরা সাধারণ নগরবাসী প্রতিবাদ স্বরূপ এডিসের লার্ভা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে উপহার দিতে এসেছি।
এদিকে তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে কর্মসূচিতে উপস্থিত হয়েছেন রাজধানীর জুরাইন এলাকার বাসিন্দা মিজানুর রহমান। যিনি ওয়াসার পানি দিয়ে ‘শরবত’ বানিয়ে এমডিকে খাওয়াতে চেয়ে আলোচনায় এসেছিলেন।
মিজানুর রহমান বলেন, মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। যেভাবে দিন দিন ডেঙ্গু রোগী বাড়ছে তাতে করে নগরবাসীর মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় পুরান ঢাকার বাসিন্দারা এভাবে মশার লার্ভা মেয়রকে উপহার দিতে এসেছেন তাই আমি এদের সঙ্গে একাত্মতা পোষণ করতে উপস্থিত হয়েছি।
এডিসের লার্ভা মেয়রকে উপহার দেওয়ার কর্মসূচি হলেও তারা কাঁচের পাত্র ভর্তি লার্ভা নিয়ে নগর ভবনের ভেতরে প্রবেশ করেননি।
পুলিশ সদস্য ও নগর ভবনের নিরাপত্তা কর্মীদের তোড়জোড়ে তারা একে একে চলে যান। আর তাদের একজন এডিসের লার্ভা ভর্তি কাঁচের পাত্রটি নগর ভবনের বিপরীত দিকের ফুটপাতে রেখে চলে যান। সেই মুহুর্তে সেখানে উপস্থিত হন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর।
তিনি এডিসের লার্ভার কাঁচের পাত্রটি হাতে তুলে নিয়ে বলেন, এ কাজটি শুধু তারা করেছে সিটি করপোরেশনের সেবা কার্যক্রম প্রশ্নবিদ্ধ করতে। আমি পুরান ঢাকার কাউন্সিলর, তারা যেমন ভাবে বলছে সেই অর্থে পুরান ঢাকায় ডেঙ্গু রোগী নেই। মশার বিস্তার নেই। আমরা মশক নিধনে, এডিসের লার্ভা ধ্বংসে সর্বোচ্চ কাজ করে যাচ্ছি। যারা এখানে এসে কর্মসূচি করেছে, পুরান ঢাকার কাউন্সিলর হয়েও আমি তাদের চিনতে পারছি না। তারা কি উদ্দেশ্যে এমন কর্মসূচি এখানে পালন করতে এসেছে এটা বুঝতেও পারলাম না।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
পিএম/আরআইএস