ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

আন্তর্জাতিক অ্যাকর্ড চুক্তিকে স্বাগত জানিয়েছে জার্মানি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
আন্তর্জাতিক অ্যাকর্ড চুক্তিকে স্বাগত জানিয়েছে জার্মানি জার্মানির পতাকা

ঢাকা: বাংলাদেশের পোশাক শিল্প কারখানায় কাজের পরিবেশ ও সুরক্ষা নিশ্চিতে 'আন্তর্জাতিক অ্যাকর্ড’ চুক্তিকে স্বাগত জানিয়েছে জার্মানি।  

রোববার ( ২৯ আগস্ট) ঢাকার জার্মান দূতাবাস এক বার্তায় এ স্বাগত জানায়।

বার্তায় ঢাকার জার্মান দূতাবাস জানায়, বাংলাদেশের পোশাক শিল্প কারখানায় কাজের পরিবেশ ও সুরক্ষা নিশ্চিতে 'আন্তর্জাতিক অ্যাকর্ড’ চুক্তিকে জার্মানি স্বাগত জানিয়েছে। এ চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের পোশাক শিল্পে কাজের ক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত হবে বলে আশা করছে জার্মানি।

জানা যায়, বাংলাদেশের পোশাক শিল্প কারখানায় কাজের পরিবেশ ও সুরক্ষা নিশ্চিতে সম্প্রতি বিদেশি কোম্পানি এবং আন্তর্জাতিক ট্রেড ইউনিয়নগুলোর মধ্যে এ চুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
টি আর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।