ঢাকা: রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকার ধূপখোলা মাঠের পাশে আনছার আলী (৬৫) নামে এক চালককে ছুরিকাঘাত করে রিকশা ছিনতাই করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা।
রোববার (২৯ আগস্ট) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আহত আনছার আলীর পরিবারের অভিযোগ ছিনকাইকারীরা যাত্রী বেশে রিকশায় উঠে এ ঘটনা ঘটায়।
আহত আনছার আলীর স্ত্রী পারভীন বেগম জানান, নামা শ্যামপুর মাদবর বাজার এলাকায় থাকেন তারা। ভোর ৫টার দিকে তার স্বামী রিকশা নিয়ে বাসা থেকে বেরিয়ে যান।
তিনি জানান, ধূপখোলার একটি মসজিদে ফজরের নামাজ পড়ে বের হন তার স্বামী। এ সময় দুজন যাত্রী তার রিকশায় ওঠে। ধূপখোলা মাঠের পাশের রাস্তায় পৌঁছালে ওই দুই যাত্রী ধারালো অস্ত্র দিয়ে আনছার আলীর পিঠ, হাত ও পেটে ছুরিকাঘাত করে রিকশা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে বাসায় পৌঁছে দিলে দ্রুত ঢামেক হাসপাতালের নেওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন তার অপারেশন লাগবে।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আনছার আলীর পিঠে, পেটে ও হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া বাংলানিউজকে জানান, এ রকম কোনো অভিযোগ এখনও পাওয়া যায়নি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
এজেডএস/আরআইএস