ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ডাইং কারখানাকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
গাজীপুরে ডাইং কারখানাকে জরিমানা ...

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকায় দূষিত তরল বর্জ্য ফেলে বিলের পানি দূষণ করার দায়ে একটি কারখানাকে জরিমানা করা হয়।

রোববার (২৯ আগস্ট) দুপুরে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এক লাখ টাকা জরিমানা করে।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন জানান, কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকায় ডালাস ফ্যাশন লিমিটেড নামে ডাইং কারখানা অকার্যকর তরল বর্জ্য পরিশোধনাগারের (ইটিপি)  মাধ্যমে ডাইং এর দূষিত পানি সরাসরি মকস বিলে ফেলছে। এতে মকস বিলের পানিসহ পরিবেশ দূষিত হচ্ছে। পরে এলাকাবাসীর অভিযোগ পেয়ে ওই কারখানায় অভিযান চালিয়ে কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুল হক, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।  

আশরাফ উদ্দিন আরো জানান, দীর্ঘদিন ধরেই কারখানার ইটিপি মেরামত করার জন্য তাদের বলা হয়েছে। এরপরও তারা ইটিপি মেরামত না করে কারখানার দূষিত পানি সরাসরি বিলে ফেলে পানি ও পরিবেশ নষ্ট করে আসছিল।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
আরএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।