ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

আফগানিস্তানে আটকে পড়া নাগরিকদের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
আফগানিস্তানে আটকে পড়া নাগরিকদের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার

ঢাকা: আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সরকার। একই সঙ্গে তাদের নিরাপদে ফেরানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (২৯ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের পরিস্থিতি বাংলাদেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। গত ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরের কাছে বোমা হামলায় নিহতদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় বাংলাদেশ। একই সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি আমরা।

আফগানিস্তানের জনগণের পাশাপাশি আফগানিস্তানে বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানায়। এখন পর্যন্ত বাংলাদেশ সরকার সেখানে আটকে থাকা প্রায় ২০ জন বাংলাদেশিকে ফেরত আনার প্রক্রিয়া সম্পন্ন করেছে। বাংলাদেশের নাগরিকসহ সব বিদেশি নাগরিকের নিরাপদ প্রস্থান সহজ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে বাংলাদেশ।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ অবশিষ্ট বিদেশি নাগরিকদের প্রত্যাবর্তন প্রক্রিয়া অব্যাহত রাখতে চায়। আমরা আশা করছি, অনুকূল পরিবেশ তৈরি হলে উন্নয়নকর্মীরা আফগানিস্তানে ফিরে যেতে পারে। বাংলাদেশ এই সময়ে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম বজায় রাখার আহ্বান জানায়। শিগগিরই আফগানিস্তানের পরিস্থিতি স্বাভাবিক ও শান্তি ফিরিয়ে আনার প্রত্যাশা করছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।