ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

অর্থ আত্মসাতের অভিযোগে নারী ইউপি সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
অর্থ আত্মসাতের অভিযোগে নারী ইউপি সদস্য আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে উপকারভোগীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে মাতৃত্বকালীন ভাতার টাকা কৌশলে আদায় ও আত্মসাতের অভিযোগে সীমা খাতুন নামে এক নারী ইউপি সদস্যকে আটকের পর পুলিশে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।  

রোববার (২৯ আগস্ট) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার পারভেজের কার্যালয়ে অভিযোগের তদন্ত করা হয়।

তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউপি সদস্য সীমা খাতুনকে পুলিশে সোপর্দ করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়।  

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ হাসান জানান, সয়দাবাদ ইউনিয়নের পোড়াবাড়ি উত্তর গ্রামের নুর ইসলামের মেয়ে নুরুন্নাহার খাতুন মাতৃত্বকালীন ভাতা পাচ্ছিলেন। ওই ভাতার টাকা পাইয়ে দিয়েছেন দাবি করে ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সীমা খাতুন কৌশলে দুই দফায় ৪ ও ১০ হাজার মোট ১৪ হাজার টাকা হাতিয়ে নেন।  

এ বিষয়ে নুরুন্নাহার খাতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন। রোববার নিজ কার্যালয়ে উভয়পক্ষের উপস্থিতিতে ঘটনাটি তদন্ত করেন ইউএনও। তদন্তে অভিযোগের প্রমাণ মিললে সীমা খাতুনকে পুলিশে সোপর্দ করেন।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় নুরুন্নাহার খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। সোমবার সকালে সীমা খাতুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।