কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় সোহাগ মিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম বাংলানিউজকে জানান, সোহাগ বিস্কুট কিনতে ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী একটি দোকানে যাওয়ার সময় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
এফইএস/এএটি