ঢাকা: বার বার পদ্মা সেতুতে ফেরির ধাক্কা লাগা কোনো ধরনের অন্তর্ঘাত কিনা তা খতিয়ে দেখতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিষয়টিকে হালকাভাবে না নিয়ে আবারও তদন্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩১ আগস্ট) পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানে ১-বি স্প্যানে ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ ফেরির ধাক্কা লাগে। এতে ওই ফেরির মাস্তুল ভেঙে গেছে বলে জানা গেছে। এ খবর শোনার পর সরেজমিনে সেই স্থান পরিদর্শন করেন সেতুমন্ত্রী।
এ সময় তিনি বলেন, আজকে বিভিন্ন মিডিয়ায় পদ্মা সেতুতে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির ধাক্কা দেওয়ার খবর বেরিয়েছে। কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
বার বার কেন দেশের এই স্বপ্নের সেতুতে আঘাত হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ভবিষ্যতে এ ধরনের আঘাত যাতে আর না হয় সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়ার নিদর্শনা দেওয়া হয়েছে। কোনোভাবেই বিষয়টি হালকাভাবে নিলে চলবে না।
ওবায়দুল কাদের বলেন, ২০০১ সালে তৎকালীন সরকার বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান হিসেবে একজন অযোগ্য লোককে নিয়োগ দেয়। তখন এ নিয়ে মিডিয়ায় অনেক সমালোচনা হয়। সেই চেয়ারম্যানকে নিয়ে তখনকার সময় একটা গ্রুপ জাহাজ ও ফেরি ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতো। সেই লোকেরা বর্তমানে এখানে জড়িত আছে কিনা—সেজন্য অবশ্যই তদন্ত করা হবে।
বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির ওই নৌরুটি দিয়ে পাটুরিয়া যাওয়ার পূর্ব অনুমতি ছিল কিনা—তা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন সেতুমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
এসকে/এমজেএফ