ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত, গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
আশুলিয়ায় অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত, গ্রেফতার ৩

ঢাকা: ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় অজ্ঞাত মরদেহের (কঙ্কাল) পরিচয় শনাক্ত করা হয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূলহোতা সাব্বিরসহ তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১) সদস্যরা।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, হত্যাকাণ্ডটি সম্পূর্ণ ক্লুলেস ছিল। তদন্ত করে র‌্যাব-১ তার পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। এরপর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূলহোতা সাব্বির ও তার দুই সহযোগিকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, এ বিষয়ে মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
এসজেএ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।