ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
কুষ্টিয়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সাপের কামড়ে লামিয়া খাতুন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৮টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

লামিয়া মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর এলাকার সুমন আলীর মেয়ে।

লামিয়ার বাবা সুমন আলী বাংলানিউজকে জানান, রাতে মায়ের সঙ্গে ঘুমায় লামিয়া। মধ্যরাতে তাকে সাপে কামড় দেয়। এরপর যন্ত্রণায় ছটফট করতে থাকলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে লামিয়া মারা যায়।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।