কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সাপের কামড়ে লামিয়া খাতুন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৮টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
লামিয়া মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর এলাকার সুমন আলীর মেয়ে।
লামিয়ার বাবা সুমন আলী বাংলানিউজকে জানান, রাতে মায়ের সঙ্গে ঘুমায় লামিয়া। মধ্যরাতে তাকে সাপে কামড় দেয়। এরপর যন্ত্রণায় ছটফট করতে থাকলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে লামিয়া মারা যায়।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
এমআরএ