ঢাকা: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেছেন, দুর্নীতি মানে শুধু ঘুষ লেনদেন নয়, যে কোনো পক্ষপাতদুষ্ট আচরণ বা সিদ্ধান্ত দুর্নীতির সমতুল্য ক্ষতিকর অপরাধ। অদূর ভবিষ্যতে প্রযুক্তির কল্যানে দুর্নীতি লব্ধ সম্পদের তথ্য সহজেই উন্মোচিত হবে।
মঙ্গলবার (৩১ আগস্ট) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ‘দুর্নীতি দমন ও শুদ্ধাচার বিষয়ক’ প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।
মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, যে কোনো উন্নয়নমূলক কাজ টেকসই করতে হলে এর গুণগত মান নিশ্চিত করতে প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে, যা শুদ্ধাচারের অংশ। দাপ্তরিক প্রতিটি কাজ নিয়মিত পরিদর্শনের আওতায় আনলে অনেক অনিয়ম ও দুর্নীতি হ্রাস করা সম্ভব। প্রত্যেককে মৃত্যুর পর তার জীবন, কর্ম এবং বৈধ-অবৈধ সম্পদের হিসাব মহান আল্লাহর কাছে দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের মহাপরিচালক মো. আব্দুর রাজ্জাক শুদ্ধাচারী জীবন চর্চায় কোরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনার ওপর গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
এসএমএকে/এমজেএফ