শ্রীপুর, (গাজীপুর): গাজীপুরের শ্রীপুর পৌর শহরে ৮ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় গ্রাম্য সালিশে ২৫ হাজার টাকায় রফাদফা করেছে বলে এমন গুঞ্জন শোনা যাচ্ছে পৌর কাউন্সিলর বিরুদ্ধে।
যৌন নিপীড়নের শিকার শিশুটির বাড়ি শ্রীপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে।
ভুক্তভোগী শিশুটির মা জানান, পোল্ট্রির পাশে পুকুরে গোসল করার সময় শিশুটিকে পুকুর থেকে জোরপূর্বক তুলে নিয়ে ধানক্ষেতের পাশে তাকে যৌন নিপীড়ন করে। এরপর শিশু ছেলেটি বাড়িতে এসে সবকিছু জানায়। পরবর্তীতে পৌরসভার স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সাহিদ মিয়াসহ স্থানীয় কয়েকজন মিলে শিশুটির মায়ের হাতে ছেলের চিকিৎসা খরচের জন্য ২৫ হাজার টাকা দেন। এ বিষয় কাউকে কিছু না বলতে মানা করেন গ্রাম্য সালিশের লোকজন।
তিনি আরও জানান, অভিযুক্ত শিপন মিয়াকে শারীরিক নির্যাতনও করেছে। এখন ভুক্তভোগী শিশুটি ময়মনসিংহে তার দাদীর সঙ্গে রয়েছে বলে জানায় তাঁর মা। হাসপাতালে ভর্তির বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি।
এ বিষয়ে জানতে চাইলে রাফিন পোল্ট্রি ফার্মের মালিক মো. মোস্তাফিজুর রহমান বলেন, এটা একটা গোপন বিষয়, গোপন থাকাই ভালো। এ বিষয়টি প্রকাশ না করাই ভালো।
শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সাহিদ মিয়া বলেন, এ বিষয়ে স্থানীয় লোকজন আমাকে জানিয়েছেন। তবে আপোষ মীমাংসার বিষয়টি আমার জানা নেই।
শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বাংলানিউজকে বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
এএটি