ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রেমিকার ধর্ষণ মামলা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রেমিকার ধর্ষণ মামলা 

ময়মনসিংহ: ধর্ষণ ও প্রতারণার অভিযোগে মো. রানা মিয়া (২৮) নামে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা করেছেন তার প্রেমিকা।

রানা ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে খালিজুরী গ্রামের মো. মজনু মিয়ার ছেলে।

তিনি বর্তমানে নরসিংদীর পলাশ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে ভুক্তভোগী কলেজছাত্রীর বাবা বাদী হয়ে গৌরীপুর থানায় মামলাটি দায়ের করেন।  

ভুক্তভোগী কলেজছাত্রীর বাড়িও একই উপজেলায়। তিনি ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী।  

ওই কলেজছাত্রীর অভিযোগ, তিন বছর ধরে রানার সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রানা তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েছেন। তারা দু’জন আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটকও হন। কিন্তু অবস্থা বেগতিক দেখে প্রেমিকাকে ফেলে কৌশলে পালিয়ে যান রানা। এ ঘটনায় গত দুইদিন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন করেন ভুক্তভোগী মেয়েটি। কিন্তু প্রেমিক রানার পরিবার তাকে মেনে নিতে নারাজ। এমন পরিস্থিতিতে আত্মহত্যারও হুমকি দেন ওই প্রেমিকা। কিন্তু এত কিছুর পরও বিষয়টি সুরাহা না হওয়ায় পুলিশ কনস্টেবল রানার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ ব্যাপারে জানতে একাধিকবার মো. রানা মিয়ার মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও, তা বন্ধ পাওয়া যায়। এ নিয়ে তার পরিবারের কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।  

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দীকী বলেন, ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ভিকটিমের মেডিক্যাল রিপোর্টের জন‍্য আদালতের মাধ‍্যমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।