ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

জালে ধরা পড়লো বিশাল আকৃতির অজগর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
জালে ধরা পড়লো বিশাল আকৃতির অজগর

ফেনী: চট্টগ্রামের মিরসরাইয়ের একটি বিলে পাতানো ডুব জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি অজগর সাপ।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জামালের দোকান এলাকার একটি বিলে মাছের জন্য পাতানো ডুব জালে সাপটি ধরা পড়ে।

পরে এটিকে বন বিভাগের স্থানীয় গোভানীয়া বিট এলাকার পাহাড়ে অবমুক্ত করেন বন বিভাগের কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শী ও মিরসরাই রেঞ্জের কর্মকর্তারা জানান, সকালে জামালের দোকান এলাকার একটি বিলে মাছ ধরার ডুব জাল পাতেন স্থানীয় বাসিন্দা মো. শরিফ উদ্দিন। পরে জাল তুলতে গিয়ে তিনি দেখতে পান বিশাল আকৃতির একটি অজগর সাপ আটকে আছে। পরে স্থানীয় মিরসরাই রেঞ্জ অফিসের কর্মকর্তাদের খবর দিলে তারা সাপটি উদ্ধার করে অবমুক্ত করে।

মিরসরাই রেঞ্জ কর্মকর্তা আবু তাহের জানান, সাপটির দৈর্ঘ ১৪ ফুট, ওজন ১৪.৭০ কেজি। সম্পূর্ণ সুস্থ অবস্থায় এটি উদ্ধার করে স্থানীয় গোভানীয় বিট অফিসের পাশের বনে অবমুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।