দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে মা ও ছেলেকে অপহরণের ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তিন সদস্যের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আসামি রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবির, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হকের পক্ষে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম।
এ বিষয়ে দিনাজপুর আদালতের পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান বলেন, সকালেই আদালত শুরুর সময়ই সিআইডির তিন সদস্যের পক্ষে জামিনের আবেদন করা হয়। পরে আদালতের বিচারক তাদের জামিনের আবেদন নামঞ্জুর করেন।
তিনি বলেন, এর আগেও তাদের জামিনের আবেদন নামঞ্জুর হয়েছিল।
দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিন্টু পাল বলেন, সিআইডির এএসপি, এএসআই ও কনস্টেবলের জামিনের আবেদন করা হয়েছিল। জামিনের আবেদনে বিভিন্ন যুক্তি দেখানো হয়েছিল। কিন্তু আদালত তাদের আবেদন নামঞ্জুর করেন। যেহেতু করোনাকালে স্বশরীরে আদালতে উপস্থিতি আইনসিদ্ধ না, তাই তাদের আদালতে হাজির করা হয়নি।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
এসআই