চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মনিরুল ইসলাম (৪০) নামে পিকাআপভ্যানের হেলাপার নিহত হয়েছেন।
বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের কুলপালা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বালু বোঝাই একটি ট্রাক মেহেরপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি কুলপালা গ্রামের বাজারে পৌঁছালে মেহেরপুরগামী একটি পিকআপভ্যান ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দিলে পিকআপের হেলপার মনিরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।
এসময় পিকআপভ্যানের চালক পালিয়ে যায়। ঘটনার সময় পিকআপভ্যানের চালক ঘুমাচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
আরএ