নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোতালেব নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ এলাকায় এ ঘটনা ঘটে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোতালেব নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
এমএমজেড