ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

বাসাইলে পানির স্রোতে ভেঙে গেছে কালভার্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
বাসাইলে পানির স্রোতে ভেঙে গেছে কালভার্ট

টাঙ্গাইল : পানির প্রবল স্রোতে টাঙ্গাইলের বাসাইলে ভেঙে পড়েছে কালভার্ট। বুধবার (১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কাঞ্চনপুরের হালুয়াপাড়া গ্রোথ সেন্টার-কাজিরাপাড়া সড়কের কর্মকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় ১০ এলাকার মানুষ।

স্থানীয়রা জানান, উপজেলার কাঞ্চনপুরের হালুয়াপাড়া গ্রোথ সেন্টার-কাজিরাপাড়া সড়কের কর্মকারপাড়া এলাকায় প্রায় ৩০ বছর আগে একটি কালভার্ট নির্মাণ করে এলজিইডি। প্রায় এক বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় এলজিইডি কর্তৃপক্ষ সম্প্রতি কালভার্টটিকে পরিত্যক্ত ঘোষণা করে। এ অবস্থায় পানির প্রবল স্রোতে বুধবার ভোরে কালভার্টটি ভেঙে যায়। ফলে প্রায় ১০ গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে  চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, 'আমার সামনেই কালভার্টটি ভেঙে পড়ে। এতে আশপাশের ১০-১৫টি গ্রামের মানুষের যাতায়াত বিচ্ছিন্ন হয়ে গেছে। লোকজন নৌকায় পারাপার হচ্ছেন। '

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, কালভার্টটি প্রায় ৩০ বছর আগে নির্মাণ করা হয়। ঝুঁকিতে থাকায় কর্তৃপক্ষ এটাকে পরিত্যক্ত ঘোষণা করে। বুধবার সকালে কালভার্টটি ভেঙে পড়েছে। '

উপজেলা এলজিইডি কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী সাজেদুল আলম বলেন, 'কালভার্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। পরে সেটি ভেঙে পড়েছে। সেখানে ২০ মিটারের একটি ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো আছে। '

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১

এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।