ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় মাছ শিকারে গিয়ে জেলের রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
আগৈলঝাড়ায় মাছ শিকারে গিয়ে জেলের রহস্যজনক মৃত্যু

ব‌রিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বাড়ির পাশের বিলে মাছ শিকারে গিয়ে স্বরজিত রায় (৪০) নামে এক জেলের রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাগধা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্বরজিত একই ইউনিয়নের সোমাইরপাড় গ্রামের মৃত লাল মোহন রায়ের ছেলে।

নিহতের ভাই সমর রায় বাংলানিউজকে জানান, স্বরজিত প্রতিদিনের ন্যায় বুধবার সকালেও মাছ ধরতে নৌকা নিয়ে বাড়ির পাশের বিলে যায়। তারপর পাশের বাড়ির ভ্যান চালক জাকির তাকে বিলে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। খবর পেয়ে দ্রুত স্বরজিতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যুর মামলা হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
এমএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।