ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

বাড়িতে গাঁজা চাষ, গাছসহ আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
বাড়িতে গাঁজা চাষ, গাছসহ আটক ১

রাজশাহী: রাজশাহীতে ৩০ হাজার টাকা মূল্যের গাঁজার গাছসহ আব্দুর রাজ্জাক (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (৩১ আগস্ট) দিনগত রাত ১টায় রাজশাহীর কাটাখালীর বড় মল্লিকপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি বড় মল্লিকপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দিনগত রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে একটি টিম মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলেন। তারা জানতে পারেন কাটাখালীর বড় মল্লিকপুর গ্রামে একজন ব্যক্তি নিজ বাড়িতে গাঁজার চাষ করে আসছে। এর সত্যতা জানতে ডিবি পুলিশের টিম রাত ১টায় সেখানে গিয়ে রাজ্জাককে আটক করে। এসময় তার বাড়ি থেকে গাঁজার গাছটি জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।