ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ফাঁকা বাড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
রাজশাহীতে ফাঁকা বাড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণ

রাজশাহী: রাজশাহীতে বাড়ি ফাঁকা পেয়ে নবম শ্রেণীর এক ছাত্রীকে (১৫) ধর্ষণ করেছে আকাশ (২৩) নামে এক যুবক।

এ ঘটনায় বুধবার (১ সেপ্টেম্বর) মহানগরের চন্দ্রিমা থানায় মামলা করেছেন ওই ছাত্রীর বাবা।

এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আকাশের বাড়ি মহানগরীর দড়িখড়বোনা এলাকায়। তিনি জিম প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে ওই যুবক।
এদিকে ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

মামলার বরাত দিয়ে মহানগীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, অভিযুক্ত আকাশ ওই স্কুলছাত্রীর পরিচিত ছিল। মঙ্গলবার সকালে বাবা-মা বাহিরে থাকায় বাড়িতে একাই ছিল ওই স্কুলছাত্রী। এসময় বাড়ি ফাঁকা পেয়ে আকাশ ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে স্কুলছাত্রীর মা বাড়িতে এসে অসুস্থ অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান। এ সময় আকাশ তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করা হয়।

চন্দ্রিমা থানার ওসি আরও জানান, এ ঘটনায় তদন্ত করে দেখা হচ্ছে। শিগগিরই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১

এসএসি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।