ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়

বান্দরবান: বান্দরবানে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

বুধবার (০১ সেপ্টেম্বর) ভোরে এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

পরে সেনাবাহিনী থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে বান্দরবান রিজিয়নের আওতাধীন নাইক্ষ্যংছড়ি জোনের ছাগলখাইয়া সিআই ক্যাম্প থেকে সন্দেহভাজন সশস্ত্র সন্ত্রাসী দলকে গ্রেফতারের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি জোনের কমান্ডার লে: কর্নেল শাহ আব্দুল আজীজ আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবির আটটি টহল দলের সমন্বয়ে একটি বিশেষ অভিযান শুরু হয়। অভিযান চলাকালীন বেলা ১১টায় নাইক্ষ্যংছড়ির চাকপাড়া এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস’র (মুল দল) সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের ব্যাপক গোলাগুলি হয়। এসময় গোলাগুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস’র (মুল দল) এর কয়েকজন সদস্য আহত হন।  

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। বর্তমানে ওই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও পার্বত্য বান্দরবান জেলায় যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম কঠোরভাবে দমনের লক্ষ্যে বান্দরবান রিজিয়নের তত্ত্বাবধানে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।