ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

তুমব্রু বাজারের ৫ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
তুমব্রু বাজারের ৫ দোকান পুড়ে ছাই

বান্দরবান: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদ সংলগ্ন তুমব্রু বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি দোকান আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টা ২০মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  

স্থানীয়রা জানান, ভোরে বাজারের ছৈয়দ নুর মার্কেটে একটি বয়লার মুরগির দোকান থেকে আগুনের সূত্রপাত হলে ব্যবসায়ী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা শুরু করে। পরে আগুনের ভয়াবহতা দেখে স্থানীয়রা পাশ্ববর্র্তী উখিয়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস দ্রুত বাজারে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় পাঁচটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উখিয়া স্টেশানের দায়িত্বরত অফিসার মো. এমদাদুল হক বাংলানিউজকে জানান, তুমব্রু বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তদন্ত চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, পাঁচটি দোকান আগুনে পুড়ে গেছে। আগুনের সূত্রপাত সর্ম্পকে জানা না গেলেও প্রাথমিকভাবে পাঁচটি দোকানের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি আশঙ্কা করা হচ্ছে।  

চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ আরো জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ঘুমধুম ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।