ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ইদিলপুর ইউপি চেয়ারম্যানের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
ইদিলপুর ইউপি চেয়ারম্যানের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত 

শরীয়তপুর: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন শিকারীর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

তাকে গত ১৮ আগস্ট ২০২১ এক প্রজ্ঞাপনের মাধ্যমে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করেছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়।

ওই আদেশ চ্যালেঞ্জ করে মো. দেলোয়ার হোসেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে রিট পিটিশন দাখিল করেন। গত ৩১ আগস্ট রিট পিটিশনের মোশন শুনানি হয়। শুনানি শেষে হাইকোর্ট ডিভিশন এ সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনকে তিন মাসের জন্য স্থগিত করেন।  

সোমবার (৬ সেপ্টেম্বর) ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন হাইকোর্টের আদেশের কপি সরবরাহ করে এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।