ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সড়কে নির্মাণসামগ্রী, কাউকে পাত্তা দেয় না রূপসা রিয়েল এস্টেট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
সড়কে নির্মাণসামগ্রী, কাউকে পাত্তা দেয় না রূপসা রিয়েল এস্টেট

খুলনা: মহানগরী খুলনার ব্যস্ততম সড়ক জুড়ে নির্মাণসামগ্রী ফেলে রেখে ভবন নির্মাণ করছে রূপসা রিয়েল এস্টেট নামের একটি প্রতিষ্ঠান। অথচ এ বিষয়ে কোনো ভ্রূক্ষেপ নেই প্রশাসনের।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে ঘুরে দেখো যায়, শহরের প্রাণকেন্দ্র শামসুর রহমান সড়কের জহুরা খাতুন স্কুলের বিপরীতে রাস্তার প্রায় ৮০ ভাগ জায়গা জুড়ে ভাঙা পাথর বিশাল স্তূপ করে রেখেছে রূপসা রিয়েল এস্টেট। ফলে যানবাহন ও পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।

সড়কের এক দোকানি আক্ষেপ করে বলেন, রূপসা রিয়েল এস্টেটের অনেক ক্ষমতা, তারা টাকা দিয়ে সব ম্যানেজ করে। যে কারণে রাস্তা আটকে রাখলেও তাদের কেউ কিছু বলার সাহস পান না। তারা কাউকে পাত্তা দেয় না।

তিনি আরও বলেন, বহুতল এ ভবন নির্মাণে অনেক অনিয়মও হয়েছে। যে কারণে মাঝে কাজ বন্ধ ছিল। এখন আবার চালু হয়েছে। কিন্তু সড়কে নির্মাণসামগ্রী ফেলে সবাইকে কষ্ট দিচ্ছে।

দেখা গেছে, শামসুর রহমান সড়কের অবস্থা এতোটাই বেহাল যে, বিভিন্নস্থানে বিটুমিন উঠে বড় বড় খানা-খন্দ ও গর্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে গেছে। বিভিন্নস্থানে দেবে বড় বড় গর্তে পরিণত হয়েছে। বৃষ্টির সময় এসব স্থানে পানি জমে থাকে। বিশেষ করে শান্তিধামের মোড়ের দিকে অংশের অবস্থা খুবই খারাপ। তার ওপর আবার রাস্তার বিশাল অংশ জুড়ে ভবনের নির্মাণসামগ্রী স্তূপ করে রাখায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

এ বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির বিলবোর্ডে দেওয়া দুটি মোবাইল নম্বরে (০১৯১৭-০৬৬৭৬০, ০১৯২২-৩৭৯৭৯৮) বেশ কয়েকবার কল দেওয়া হলেও কেউ রিসিভ করেননি।

এদিকে ব্যস্ততম এ সড়ক জুড়ে নির্মাণসামগ্রী ফেলে জন দুর্ভোগ সৃষ্টির ব্যাপারে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নজিবুল আলমকে জানালে তিনি বাংলানিউজকে বলেন, বিষয়টি দেখছি।

আর কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আজমুল হককে জানালে তিনি বলেন, এখনই ব্যবস্থা নিচ্ছি।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১

এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।