ঢাকা: হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের সহযোগী ওয়াকামা লিমিটেডের পরিচালক শুভ্রা রানী ঘোষ এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের ভাইস চেয়ারম্যান নাহিদা রুনাইকে দ্বিতীয় দিনের মতো রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে দুদক।
সোমবার (০৬ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার সকাল ১১টার দিকে তাদের সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে নিয়ে আসা হয়। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করছে।
রোববার পাঁচদিনের রিমান্ডে তাদের দুদক কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
গত ১৬ মার্চ দুদকের একটি টিম সেগুনবাগিচা থেকে নাহিদা রুনাই এবং ২২ মার্চ বিমানবন্দর থেকে শুভ্রা রানী ঘোষকে গ্রেফতার করে।
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এসএমএকে/এসআই